তিনটি রুটে নভোএয়ার এর বিশেষ ঈদ ফ্লাইট
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। নভোএয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
ঈদের ছুটিতে স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ ভ্রমণের জন্য যাত্রীদের টিকেটের চাহিদা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে নভোএয়ার ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সৈয়দপুর ও যশোর রুটে অতিরিক্ত ২টি এবং রাজশাহী রুটে অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।
যাত্রী সাধারণের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে ঈদ উপলক্ষে টিকিটের মূল্যে ১০% ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। এ অফার পেতে হলে যাত্রীদের নভোএয়ার এর মোবাইল অ্যাপে প্রোমো কোড অপশনে NOVOAIRAPP লিখে টিকিট কিনতে হবে। নভোএয়ার অ্যাপটি যাত্রীরা গুগল প্লে স্টোর হতে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে নিচের QR কোডটি স্ক্যান করুন।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর ৪টি, যশোর ৩টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়াও চট্টগ্রামে ৬টি, কক্সবাজারে ৪টি, সিলেটে ১টি ও কলকাতায় ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন- www.flynovoair.com
নভোএয়ার সাশ্রয়ী মূল্যে যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে কাজ করে আসছে এর সৃষ্টিলগ্ন থেকে।