ফ্লাইট বুকিং

আপনার গন্তব্যে যেতে চাইলে তিন ভাবে আপনি ফ্লাইট বুকিং করতে পারেন। 

  • প্রথমত, আপনার পরিচিত যে কোন ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে; 
  • দ্বিতীয়ত:, সংশ্লিষ্ট এয়ারলাইন্স এর নির্ধারিত বুকিং অফিসগুলোতে সশরীরে হাজির হয়ে এবং
  • তৃতীয়ত:, আপনার পছন্দের এয়ারলাইন্স এর ওয়েবসাইটে বুকিং পেইজে।

প্রথম এবং দ্বিতীয়টির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সশরীরে যোগাযোগ কিংবা মোবাইল/ই-মেইল এর মাধ্যমে যোগাযোগ করে পছন্দের ফ্লাইট বুকিং করতে হবে। অনেকের জন্য বিশেষ করে দেশের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ওয়েবসাইটে ফ্লাইট বুকিং আপনার জন্য সুবিধাজনক হতে পারে।

তবে, এজেন্টের সাথে যোগাযোগের মাধ্যমে ফ্লাইট বুকিং এর সুবিধা হলো, এজেন্ট আপনার জন্য বুকিং এর সময় বাড়িয়ে নিতে পারেন, যা ওয়েবসাইটে সম্ভব নাও হতে পারে। এ বিষয়টি আপনার ফ্লাইট এর বিষয়ে সিদ্ধান্ত নিতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এজেন্ট এর নির্ধারিত সময়ের মধ্যে কেবল ফ্লাইট নিশ্চিত কিংবা বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দিতে পারলেই হলো, বাকি কাজ আপনার এজেন্ট ই আপনার হয়ে করে দেবে। 

যারা অনলাইনে নিজেই বুকিং করতে চান, মূলতঃ তাদের জন্যই এই পাতাটি নিবেদিত।তবে এ থেকে যে কেউ সুবিধা নিতে পারেন।

 

 

 

ইংরেজি ভার্সন পড়ুন এখানে

ঠিকানাঃ প্রধান কার্যালয়, বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।

ফোনঃ

  • +৮৮-০২-৮৯০১৬০০
  • +৮৮-০২-৮৯০১৭৩০-৪৪

বুকিং ওয়েবসাইটঃ https://biman-airlines.com

করপোরেট অফিসঃ

বাড়ি নং-৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা কূটনৈতিক এলাকা, ঢাকা-১২১২, বাংলাদেশ।

ই-মেইলঃ info@usbair.com

রিজার্ভেশন হটলাইনঃ ৮৮ ০১৭৭৭ ৭৭৭৮০০-৮০৬

সেলসঃ ৮৮ ০১৭৭৭ ৭৭৭৮২০8

হটলাইনঃ ১৩৬০৫

বুকিং ওয়েবসাইটঃ https://usbair.com/

বুকিং ওয়েবসাইটঃ https://flynovoair.com

বুকিং ওয়েবসাইটঃ https://www.emirates.com/bd/english/book/

অ্যাকর্ডিয়ন বিষয়বস্তু
অ্যাকর্ডিয়ন বিষয়বস্তু
অ্যাকর্ডিয়ন বিষয়বস্তু
অ্যাকর্ডিয়ন বিষয়বস্তু
অ্যাকর্ডিয়ন বিষয়বস্তু
অ্যাকর্ডিয়ন বিষয়বস্তু
অ্যাকর্ডিয়ন বিষয়বস্তু
অ্যাকর্ডিয়ন বিষয়বস্তু
অ্যাকর্ডিয়ন বিষয়বস্তু
Back to top button

Adblock Detected

Adblock Detected!! Please unblock to continue and support us.