বিপজ্জনক বস্তুসমূহ

বিপজ্জনক বস্তুসমূহ – হাত ব্যাগে যে সব বস্তু রাখা যাবে না

বিমান যাত্রার পূর্বে পরিকল্পিত ভাবে আপনার ব্যাগ গোছানো হলে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি খুব সহজে স্বল্পতম সময়ে করা সম্ভব । আর এতে আপনার সময় এবং দুশ্চিন্তা দুটোই বাঁচানো যাবে অনায়াসেই। আন্তর্জাতিক বিধি অনুযায়ী যে কোন বিমানে ব্যাগেজ কিংবা যাত্রী আরোহনের পূর্বেই কঠোরভাবে নিরাপত্তা তল্লাশী নিশ্চিত করার বিধান রয়েছে। সে কারণে কোন ধরনের জিনিসপত্র আপনার ব্যাগে আপনি নিতে পারবেন কিংবা কোন ধরনের জিনিস নিতে পারবেন না, তা আগেভাগে জানা না থাকলে বিমানবন্দরে অনাকাঙ্খিত ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই আপনার হাত ব্যাগ অথবা চেক ইন ব্যাগে কোন কোন জিনিসগুলো আপনি নিতে পারবেন না, তা জানা থাকা দরকার।

বিভিন্ন দেশের বিমানবন্দরে  নিরাপত্তা তল্লাশির মাত্রা বিভিন্ন রকম হয়ে থাকে। যার ফলে একক ভাবে কোন কোন জিনিসিগুলো আপনি আপনার ব্যাগে নিতে পারবেন না, তা ১০০ ভাগ নিশ্চিত করে বলা যায় না। তারপরও মোটামুটি ভাবে কিছু সাধারণ জিনিস সব দেশের বিমানবন্দরেই বহনের অনুমতি দেওয়া হয় না। বিশেষ করে হাত ব্যাগে এ প্রকৃতির জিনিস পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হয় এবং তা ফেরত দেওয়া হয় না। এরকম কিছু জিনিস এর তালিকা আমরা আপনাদের জন্য তুলে ধরছি।

ধারালো যন্ত্র/যন্ত্রাংশ/ টুলস্

ছুরি, (তা যে কোন দৈর্ঘ্যের ফলাই হোক না কেন)

নখ কাটার য্ন্ত্র বা রেত

ক্ষুর/শেভিং ব্লেড

গৃহস্থালি কাটলারি (বড় চামচ, টেবিল চামচ, কাঁটা চামচ ইত্যাদি) তবে ছোট চা চামচ অনুমোদিত হতে পারে।

বোতলের কর্ক খোলার যন্ত্র

চাপাতি (মাংস কাটার কাজে ব্যবহার্য)

কাঁচি

তলোয়ার

সুইস আর্মি ছুরির মতো মাল্টি টুলস ধারালো/চোখা যন্ত্র

দড়ি

গুলতি

ডার্ট

বিলিয়ার্ড বল(স্নুকার বা পুল খেলার কিউ)

খেলার ব্যাট বা র‌্যাকেট

খেলনা বন্দুক/পিস্তল (ধাতব কিংবা প্লাস্টিক)

বডি স্প্রে

রং

পরিমাপক ফিতা

সূঁই

মাছ/মাংস

দিয়াশলাই*

 

উপরের তালিকার প্রায় সবগুলো জিনিসই আপনি আপনার চেক ইন ব্যাগে নিতে পারবেন।

এছাড়াও আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক কোন বস্তুই হাত ব্যাগে রাখা যাবে না। অনুমোদিত আগ্নেয়াস্ত্র বা গুলি চেক ইন ব্যাগে নেয়া যায় তবে কোন ভাবেই হাত ব্যাগে নেয়া যাবে না। এক্ষেত্রে অবশ্যই দরকারী কাগজপত্র সঙ্গে রাখা জরুরী। অনুমোদিত আগ্নেয়াস্ত্র লোডেড অবস্থায় নেয়া যাবে না।

আপনি যদি যুক্তরাষ্ট্রে বা কানাডায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে নিচের পোস্টটি অবশ্যই আপনার পড়া উচিত।


যুক্তরাষ্ট্রগামী বিমানে হাতব্যাগে কোন কোন জিনিস রাখা যাবে না


মন্তব্য করুন

Back to top button

Adblock Detected

Adblock Detected!! Please unblock to continue and support us.