অভ্যন্তরীণ বিমান

নভোএয়ার এর ভাড়া তালিকা

নভোএয়ার বাংলাদেশের একটি অন্যতম বেসরকারী দেশীয় বিমান পরিবহন সংস্থা। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, যশোর, সিলেট ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। নভোএয়ার এর ইএমবি ১৪৫ জেট বিমান ৪৯ জন যাত্রী বহন করতে পারে। আপনি যদি নভোএয়ার এর যাত্রী হিসাবে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা, ঢাকা-যশোর-ঢাকা কিংবা ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ভ্রমণ করতে চান, তবে এই এয়ারলাইনটি কোন গন্তব্যের জন্য কত টাকা ভাড়া নেয় তা নিচের তালিকা থেকে জেনে নিতে পারেন।

প্রসঙ্গত, এখানে উল্লেখিত ভাড়া, কর বা সারচার্জ যে কোন সময় পূর্ব ঘোষণা ছাড়াই বাড়তে বা কমতে পারে। উল্লেখকৃত ভাড়া বিশেষ শর্ত সাপেক্ষ।

রুটভাড়ার ধরনএকমুখী মোট ভাড়া (টাকা)
ঢাকা-চট্টগ্রাম অথবা চট্টগ্রাম-ঢাকাফ্লেক্সিবল৮২০০
৭৬০০
সেভার৭১০০
৬৬০০
ডিসকাউন্টেড৬০০০
৫৫০০
স্পেশাল৫০০০
৪৭০০
ঢাকা-কক্সবাজার অথবা কক্সবাজার-ঢাকাফ্লেক্সিবল৯২০০
৮৬০০
সেভার৮১০০
৭৫০০
ডিসকাউন্টেড৬৮০০
৬৪০০
স্পেশাল৬০০০
৫৭০০
ঢাকা-সিলেট অথবা সিলেট-ঢাকাফ্লেক্সিবল৭২০০
৬৫০০
সেভার৫৯০০
৫৫০০
ডিসকাউন্টেড৫০০০
৪৪০০
স্পেশাল৪০০০
৩৭০০
ঢাকা-যশোর অথবা যশোর-ঢাকাফ্লেক্সিবল৬৭০০
৬১০০
সেভার৫৬০০
৫০০০
ডিসকাউন্টেড৪৫০০
৪২০০
স্পেশাল৪০০০
৩৭০০

এই ভাড়ার সাথে সব ধরনের ভ্রমণ কর ও সারচার্জ যুক্ত আছে।

বিশেষ তথ্যঃ

নভো এয়ার তার প্রত্যেক যাত্রীকে চেক ইন লাগেজ হিসাবে ২০ কেজি এবং হাত ব্যাগ হিসাবে ৭ কেজি পর্যন্ত মালামাল বহনের সুযোগ দেয়। এর অতিরিক্ত প্রতি কেজি মালামালের জন্য আপনাকে ১০০ টাকা গুনতে হবে।

মন্তব্য করুন

Back to top button

Adblock Detected

Adblock Detected!! Please unblock to continue and support us.