অন্যান্যশুল্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ পণ্যের কাস্টমস শুল্ক তালিকা

বিদেশ থেকে আনা কোন পণ্যের উপর কত টাকা কাস্টমস শুল্ক বা কর (ট্যাক্স) পরিশোধযোগ্য, এ বিষয়ে অনেক প্রশ্নের উত্তর আমাদের দিতে হয় হামেশাই। প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ দেশে আসার সময় ব্যাগেজ পণ্য হিসাবে বিভিন্ন মালামাল এনে থাকেন দেশে। বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত শুল্ক বা করের পরিমাণ জানা না থাকার কারণে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। বিশেষ করে অনেক যাত্রী আমাদের জিজ্ঞাসা করে থাকেন যে, এলসিডি বা এলইডি টিভির শুল্ক হার কত। সে সকল সম্মানীত যাত্রী সাধারণের সুবিধার্থে এই পোস্টে আমরা আপনাদের বিদেশ থেকে আনা বিভিন্ন পণ্যের কোনটির উপর কি পরিমাণ কাস্টমস শুল্ক বা কর পরিশোধ করতে হবে তা তুলে ধরার চেষ্টা করবো।

নিচে বর্ণিত পণ্যগুলো যদি আপনি আপনার সাথে ব্যাগেজ পণ্য হিসাবে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসেন, তবে তালিকায় বর্ণিত কাস্টমস শুল্ক পরিশোধ করতে হবে।

ক. ব্যক্তিগত কিংবা গৃহস্থালী কাজে ব্যবহার্য পণ্য ব্যতিরেকে সকল আমদানীকৃত পণ্যের শুল্ক পরিশোধ করতে হবে।

খ. দু্টি স্যুটকেসের অতিরিক্ত ব্যাগেজের পণ্যে শুল্ক প্রযোজ্য হবে, তবে তৃতীয় ব্যাগে বই-পুস্তক থাকলে তার উপর শুল্ক প্রযোজ্য হবে না।

গ. আমদানীকৃত পণ্য বাণিজ্যিক পরিমাণে আনা হলে তার জন্য শুল্ক প্রযোজ্য হবে।

ঘ. বাংলাদেশী নাগরিক কোনক্রমেই মদ/অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় পানীয় আমদানী করতে পারবেন না।

ঙ. নিচের তালিকায় বাম পার্শ্বে বর্ণিত পণ্যের জন্য ডান পার্শ্বে উল্লেখিত পরিমাণে শুল্ক প্রযোজ্য হবেঃ

(১) প্লাজমা, এলসিডি, টিএফটি, এলইডি ও অনুরূপ প্রযুক্তির টেলিভিশন
ক. ২২ ’’ - ২৯ ’’ পর্যন্ত৫,০০০/= টাকা
খ. ৩০ ’’ - ৩৬ ’’ পর্যন্ত১০,০০০/= টাকা
গ. ৩৭ ’’ - ৪২ ’’ পর্যন্ত২০,০০০/= টাকা
ঘ. ৪৩ ’’ – ৪৬ ’’ পর্যন্ত৩০,০০০/= টাকা
ঙ. ৪৭ ’’ – ৫২ ’’ পর্যন্ত৫০,০০০/= টাকা
চ. ৫৩ ’’ থেকে তদূর্ধ্ব৭০,০০০/= টাকা

(২) হোম থিয়েটার (৪ এর বেশি এবং অনধিক ৮ স্পীকার বিশিষ্ট মিউজিক সেন্টার/সিডি/ভিসিডি/ডিভিডি/এলডি/এমডি/ব্লু রে ডিস্ক সেট)৮০০০/= টাকা
(৩) রেফ্রিজারেটর/ডিপ ফ্রিজার৫০০০/= টাকা
(৪) এয়ার কুলার/এয়ার কন্ডিশনার
(ক) উইন্ডো টাইপ৭,০০০/= টাকা
(খ) স্প্লিট টাইপ (১৮০০০ বিটিইউ পর্যন্ত)১৫,০০০/= টাকা
(গ) স্প্লিট টাইপ (১৮০০০ বিটিইউ এর উপরে)২০,০০০/= টাকা
(৫) ডিশ এ্ন্টেনা৭,০০০/= টাকা

(৬) গোল্ড বার অথবা বুলিয়ন
(সর্বোচ্চ ২৩৪ গ্রাম)
প্রতি ১১.৬৬৪ গ্রাম
২,০০০/= টাকা
(৭) সিলভার বার অথবা বুলিয়ন
(সর্বোচ্চ ২৩৪ গ্রাম)
প্রতি ১১.৬৬৪ গ্রাম
৬/= টাকা
(৮) এইচডি ক্যামেরা/ডিভি ক্যামেরা/বেটা ক্যাম অথবা প্রফেশনাল কাজে ব্যবহৃত ক্যামেরা১৫,০০০/= টাকা
(৯) এয়ার গান/এয়ার রাইফেল (বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আনীতব্য)৫,০০০/= টাকা
(১০) ঝাড়বাতি
(প্রতি পয়েন্ট)
৩০০/= টাকা
(১১) ১৫ বর্গমিটার পর্যন্ত কার্পেট
(প্রতি বর্গ মিটার)
১৫০/= টাকা
(১২) ডিশ ওয়াশার/ওয়াশিং মেশিন/কাপড় শুকানোর মেশিন৩,০০০/=টাকা

মন্তব্য করুন

Back to top button

Adblock Detected

Adblock Detected!! Please unblock to continue and support us.