চীনের আকাশে পাখা মেলছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
ঢাকা হতে গুয়াংজু যেতে চাচ্ছেন? বাংলাদেশের প্রথম এয়ারলাইন হিসাবে চীনের আকাশে পাখা মেলছে ইউএস-বাংলা এয়ারলাইন্স । দেশের অভ্যন্তরীণ প্রায় সকল রুটে গত ৪ বছর ধরে সাফল্যের সাথে বিমান পরিচালনার পর বেশ কয়টি দেশে যাত্রী পরিবহন করে আসছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। এবার সফলতার পাখায় আরো একটি পালক যুক্ত হলো জনপ্রিয় এ বেসরকারী এয়ারলাইন্সটির। গতকাল বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজু শহরের উদ্দেশ্যে ইউএস-বাংলার প্রথম ফ্লাইটটি উড়ে যায় রাত দশটায়।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে চীনের বিভিন্ন বিমানবন্দরে বাংলাদেশী এয়ারলাইনগুলো ফ্লাইট পরিচালনার অনুমতির জন্য চেষ্টা করলেও এই প্রথম চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন অথরিটি অব চায়না-সিএএসি) ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ফ্লাাইট পরিচালনার অনুমতি দেয়। প্রথম পর্যায়ে সপ্তাহের তিন দিন গুয়াংজু তে ফ্লাইট পরিচালনা করবে ।
সুপরিসর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই বিমানটির আসন সংখ্যা ১৬৪ যার মধ্যে ১৫৬টি আসন ইকোনমি ক্লাসের এবং ৮টি আসন বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য। বর্তমানে চারটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্র্যাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স বহরে। এয়ারলাইন্স সূত্রে জানা গেছে এ বছরই আরো ৩টি করে বোয়িং ৭৩৭-৮০০ এবং ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্র্যাফট যুক্ত হবে এই সমৃদ্ধ বহর।
চীনগামী ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে একমুখী যাত্রার ভাড়া শুরু হচ্ছে ৩০,৪০৮ টাকা হতে আর ফিরতি ফ্লাইটসহ যাতায়াতের ভাড়া শুরু হচ্ছে ৩৯,৪৪২ টাকা হতে।
ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের ফ্লাইটসূচি নিচের টেবিলে দেয়া হলো। উল্লেখ্য, এই সূচি ও ভাড়া পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তিত হতে পারে। সুনির্দিষ্ট ভাড়া ও সময়সূচি জানতে আপনার ট্রাভেল এজেন্ট এর সাথে যোগাযোগ রাখতে ভুলবেন না যেন।
Route | Flight No. | Departure | পৌঁছানোর সময় | পরিচালনার দিন |
---|---|---|---|---|
ঢাকা হতে গুয়াংজু | বিএস ৩২৫ | ১০ঃ১০ রাত | ০৩ঃ৫০ সকাল +১ | মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার |
গুয়াংজু হতে ঢাকা | বিএস ৩২৬ | ০৫ঃ০০ সকাল | ০৭ঃ৩০ সন্ধ্যা | বুধবার, শুক্রবার, রবিবার |
১৭ জুলাই ২০১৪ সালে যাত্রা শুরু করে এয়ারলাইনটি। বর্তমানে সকল অভ্যন্তরীণ রুট ছাড়াও আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মাস্কাট, দোহা ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। সপ্তাহে প্রায় ৩০০টির অধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস-বাংলা। যাত্রা শুরু করার পর সাড়ে তিন বছরে প্রায় ৩৭ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা বাংলাদেশে বিমান চলাচলের ইতিহাসে একটি রেকর্ড।
বিস্তারিত জানতে এখানে ঘুরে আসতে পারেন অথবা এয়ারলাইন্স এর অফিসিয়াল সাইটে ঢুঁ মারতে পারেন।।