অভ্যন্তরীণ বিমানবিমানসূচি

ঢাকা-কক্সবাজার বিমান ভাড়া ও বিমানসূচি

বাংলাদেশে প্রায় সারা বছর পর্যটন স্থানগুলোতে দেশী-বিদেশী পর্য টকদের আনাগোনা থাকলেও শীতকালই মূলত দেশের প্রধান পর্যটন কাল হিসাবে বিবেচিত। কারণ, সারাদেশে এ সময়টাতেই আবহাওয়া থাকে অনুকূল আর তাপমাত্রাও থাকে আরামদায়ক। তাছাড়া সারা বছর সন্তানের পড়াশোনার ব্যাঘাত ঘটাতে চান না যেসব বাবা-মা, তারাও বছরের শেষ সময়ের ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কক্সবাজার বা সেন্টমার্টিন এ বেড়িয়ে আসার চেষ্টা করেন।

ঢাকা থেকে কক্সবাজার যাবার আরামদায়ক বেশকিছু বিলাসবহুল বাস সার্ভিস চালু থাকলেও ইদানিংকালে আকাশ পথে ঢাকা-কক্সবাজার ভ্রমণের দিকে ঝুঁকছেন অনেকেই। কিছুটা অর্থ খরচ বেশি হলেও আরামদায়ক ও সময় বাঁচানো যায় বলে অনেকে আকাশ পথে ঢাকা-কক্সবাজার যাতায়াত পছন্দ করছেন। এই লেখাটিতে আমরা ঢাকা-কক্সবাজার বিমান ভাড়া ও বিমানসূচি সংক্রান্ত তথ্য দিয়ে আপনাদের কিছুটা সহযোগিতা করার চেষ্টা করবো।

কেবলমাত্র দেশীয় বিমান পরিচালনাকারী সংস্থাগুলিই অভ্যন্তরীণ আকাশপথে ফ্লাইট পরিচালনা করে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ  ও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজারগামী বিমান ফ্লাইট পরিচালনা করে। নিচের টেবিলটিতে ঢাকা-কক্সবাজার রুটে যে সকল ফ্লাইট চলাচল করে তা দেখুনঃ

Related Articles
বিমান সংস্থার নামহতেপ্রস্থান সময় (ঘন্টা)গন্তব্যপৌঁছানোর সময়যেদিন ফ্লাইট থাকে
নভো এয়ারঢাকা০৮১৫কক্সবাজার০৯২০প্রতিদিন
ঢাকা১০০০কক্সবাজার১১০৫প্রতিদিন
ঢাকা১৩১৫কক্সবাজার১৪২০প্রতিদিন
ঢাকা১৫০০কক্সবাজার১৬০৫প্রতিদিন
কক্সবাজার০৯৪৫ঢাকা১০৫০প্রতিদিন
কক্সবাজার১১৩০ঢাকা১২৩৫প্রতিদিন
কক্সবাজার১৪৪৫ঢাকা১৫৫০প্রতিদিন
কক্সবাজার১৬৩০ঢাকা১৭৩৫প্রতিদিন
রিজেন্ট এয়ারওয়েজঢাকা১৩৫০কক্সবাজার১৪৫০বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার
ঢাকা১০৩০কক্সবাজার১১৩০প্রতিদিন
কক্সবাজার১৫২০১৬২০বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার
কক্সবাজার১২০০ঢাকা১৩০০প্রতিদিন
ইউএস-বাংলা এয়ারলাইন্সঢাকা১১৩০কক্সবাজার১২৩০প্রতিদিন
ঢাকা১৪২৫কক্সবাজার১৫৪৫প্রতিদিন
কক্সবাজার১৬১৫ঢাকা১৭১৫প্রতিদিন
কক্সবাজার১৩০০ঢাকা১৪০০প্রতিদিন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সঢাকা১০০০কক্সবাজার১১০০মঙ্গল ও বৃহস্পতিবার বাদে প্রতিদিন
কক্সবাজার১১২৫ঢাকা১২২৫মঙ্গল ও বৃহস্পতিবার বাদে প্রতিদিন
ঢাকা১৩৫০কক্সবাজার১৪৫০শুধু মঙ্গলবার
কক্সবাজার১৫১৫ঢাকা১৬১৫শুধু মঙ্গলবার

উল্লেখ্য, উপরে দেখানো ফ্লাইট ও ফ্লাইট উড্ডয়ন এর সময়সূচি সময়ে সময়ে পরিবর্তিত হয়। আবহাওয়া, যান্ত্রিক সমস্যা বা অন্য যে কোন কারণে এয়ারলাইন্স তার ফ্লাইটসূচি পরিবর্তন করতে পারে। এ ব্যাপারে নিশ্চিত হতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলির ওয়েবসাইট ঘুরে আসতে পারেন, কিংবা তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন।

ঢাকা-কক্সবাজার বিমান ভাড়া

এবার আসি ঢাকা-কক্সবাজার বিমান ভাড়া কোন এয়ারলাইন্সে কত। নিচের টেবিলটি লক্ষ্য করুনঃ

বিমান সংস্থার নামরুটযে দিন চলাচল করেভাড়া (টাকা)অনুমোদিত ব্যাগেজ ওজন সীমা
একমুখী ফ্লাইটফেরত ফ্লাইটসহ
নভো এয়ারঢাকা-কক্সবাজার ও
কক্সবাজার-ঢাকা
প্রতিদিনফ্লেক্সিবল ৮৪০০
ডিসকাউন্টেড ৭৯০০/৭৩০০
স্পেশাল ৬৬০০
-চেক ইন ২০ কেজি
হাত ব্যাগ ৭ কেজি
ইউনাইটেড এয়ারওয়েজঢাকা-কক্সবাজার ও
কক্সবাজার-ঢাকা
প্রতিদিন৫৩০০১০৬০০চেক ইন ২০ কেজি
হাত ব্যাগ ৭ কেজি
ইউএস-বাংলা এয়ারলাইন্সঢাকা-কক্সবাজার ও
কক্সবাজার-ঢাকা
প্রতিদিন৫৫০০**-চেক ইন ২০ কেজি
হাত ব্যাগ ৭ কেজি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সঢাকা-কক্সবাজার ও
কক্সবাজার-ঢাকা
মঙ্গলবার বাদে প্রতিদিনইকনমি ফ্লেক্সিবল ৭৫০০
ইকনমি সেভার ৬৫০০
সুপার সেভার ৫৫০০
-চেক ইন ২০ কেজি
হাত ব্যাগ ৭ কেজি

এয়ারলাইন্সগুলি বিমান ভাড়াও সময়ে সময়ে চাহিদার উপর ভিত্তি করে পরিবর্তন করে থাকে ।

Back to top button

Adblock Detected

Adblock Detected!! Please unblock to continue and support us.