নতুন দেশীয় এয়ারলাইন এয়ারঅ্যাস্ট্রা’র প্রথম বিমান বাংলাদেশে
নতুন অভ্যন্তরীণ বিমান সংস্থা এয়ারঅস্ট্রার প্রথম উড়োজাহাজ গতকাল বাংলাদেশে এসেছে। বর্তমানে বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্সের পর চতুর্থ অভ্যন্তরীণ বিমান পরিচালনাকারী সংস্থা হিসেবে এয়ারঅ্যাস্ট্রা (AirAstra) এখন বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য অপেক্ষা করছে।
এয়ারঅ্যাস্ট্রা এয়ারলাইন্সের একটি নির্ভরযোগ্য সূত্র এটিআর ৭২-৬০০(এস২-এসটিবি) মডেলের বিমানের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।
এয়ারঅ্যাস্ট্রার এই প্রথম বিমানটি ৫ অক্টোবর বুলগেরিয়া থেকে যাত্রা শুরু করে এবং মিশরের কায়রো, ওমানের মাস্কট এবং ভারতের আহমেদাবাদ হয়ে বাংলাদেশে আসে।
এর আগে, নতুন এই তালিকাভুক্ত এয়ারলাইন্স অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য চারটি উড়োজাহাজ ইজারা(লীজ) নেওয়ার কথা জানিয়েছিলো। গতকাল আসা বিমানটি এই চারটির মধ্যে প্রথম। বহরের বাকি বিমানগুলি খুব শিগগিরই পৌঁছে যাবে বলে সূত্রটি জানিয়েছে।
AirAstra এয়ারলাইন্সের সূচনা থেকে দেশের সমস্ত অভ্যন্তরীণ বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং স্থানের অভাবের কারণে, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারএস্ট্রাকে ঢাকার বাইরে তাদের পার্কিং স্টেশন হিসাবে চট্টগ্রাম বা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করার নির্দেশ দেয়।
২০২১ সালের মাঝামাঝি সময়ে এয়ারলাইন অপারেটর হিসেবে তালিকাভুক্তি এবং ফ্লাইট পরিচালনার জন্য তাদের আবেদন জমা দেওয়ার পর AirAstra-কে ৪ নভেম্বর ২০২১ তারিখে ফ্লাইট পরিচালনা করার জন্য অনাপত্তি সনদ (NOC) প্রদান করা হয়।






