এয়ারলাইন্স তথ্যসর্বশেষ

বিমান ভাড়ায় আবারো ৫০% ছাড় রিজেন্ট এয়ারের

বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ আবারো এর বিমান ভাড়ার উপর ৫০% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। সংস্থাটি এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫টি আন্তর্জাতিক ও ২টি অভ্যন্তরীণ রুটে এ আকর্ষণীয় বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে।

রিজেন্ট এয়ারওয়েজের সম্মানিত যাত্রীগণ আগামী ১ নভেম্বর ২০১৯ হতে ৩০ নভেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত সংস্থাটির যে কোন অফিস কিংবা অনুমোদিত এজেন্ট এর কাছ থেকে এই অফারের টিকেট কিনতে পারবেন।

এই অফারে কেনা টিকেট ১ নভেম্বর ২০১৯ হতে ২৪ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত যাত্রার জন্য ব্যবহার করা যাবে।

বিশেষ ছাড় ঘোষিত রুটগুলি হচ্ছেঃ

  • ঢাকা-কলকাতা-ঢাকা
  • ঢাকা-মাস্কট-ঢাকা
  • ঢাকা-দোহা-ঢাকা
  • ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা
  • ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা
  • ঢাকা-চট্টগ্রাম-ঢাকা
  • ঢাকা-কক্সবাজার-ঢাকা

নতুন ঘোষিত অফারটিতে স্বল্পমূল্যে উল্লেখিত রুটগুলিতে ভ্রমণের জন্য টিকেট কেনা যাবে। বিমান ভাড়ার হার  নিচের ছকে উল্লেখ করা হলোঃ

রুটবিমান ভাড়াভ্রমণপথের ধরণ
ঢাকা-কলকাতা-ঢাকা৮,৯৯৯ টাকাফিরতি ভ্রমণ
ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা১৯,৯৯৯ টাকাফিরতি ভ্রমণ
ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা১৯,৯৯৯ টাকাফিরতি ভ্রমণ
ঢাকা-মাস্কট-ঢাকা২৪,৪৯৯ টাকাফিরতি ভ্রমণ
ঢাকা-দোহা-ঢাকা২৫,৯৯৯ টাকাফিরতি ভ্রমণ
ঢাকা-চট্টগ্রাম-ঢাকা৪,০০০ টাকাফিরতি ভ্রমণ
ঢাকা-কক্সবাজার-ঢাকা৬,০০০ টাকাফিরতি ভ্রমণ
চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম৪,০০০ টাকাফিরতি ভ্রমণ
চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম৮,৯৯৯ টাকাফিরতি ভ্রমণ
চট্টগ্রাম-মাস্কট-চট্টগ্রাম২৪,৪৯৯ টাকাফিরতি ভ্রমণ
চট্টগ্রাম-দোহা-চট্টগ্রাম২৫,৯৯৯ টাকাফিরতি ভ্রমণ
কক্সবাজার-ঢাকা-কক্সবাজার৬,০০০ টাকাফিরতি ভ্রমণ

ঘোষিত ভাড়ার সাথে সকল প্রকার কর সংযুক্ত রয়েছে।

রিজেন্ট এয়ারওয়েজ আগামী ১০ নভেম্বর ২০১৯ তারিখে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সম্মানিত যাত্রীসাধারণের ভ্রমণ আনন্দকে বাড়িয়ে দেবার উদ্দেশ্যে এই নতুন অফারটি ঘোষণা করেছে।

রিজেন্ট এয়ারওয়েজ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিশেষ ছাড় ঘোষণা করে থাকে। গত বছরও একইভাবে ৫০% পর্যন্ত বিশেষ ছাড় ঘোষণা করেছিল দেশী এই বিমান সংস্থাটি।

বিশেষ ছাড়টির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে customer.care@flyregent.com ই-মেইলটিতে যোগাযোগ অথবা +৮৮০ ৯৬৬ ৬৭১ ৬২৩৮ নম্বরে কথা বলতে আহবান জানিয়েছে সংস্থাটি।

Related Articles

মন্তব্য করুন

Back to top button

Adblock Detected

Adblock Detected!! Please unblock to continue and support us.