ঈদে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট
ঈদ উল আযহায় নভো এয়ারের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণার পরপরই ইউএস বাংলা এয়ারলাইন্সও একই রকম ঘোষণা দিয়েছে। পবিত্র ঈদে অতিরিক্ত যাত্রী চাপের কথা বিবেচনা করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিভিন্ন রুটে মোট ১৭টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।
কর্মব্যস্ত রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন আরও প্রাণবন্ত করতে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার ঢাকা-যশোর রুটে সর্বোচ্চ ৮টি, ঢাকা হতে সৈয়দপুর রুটে ৪টি, রাজশাহীতে ৩টি এবং ঢাকা হতে বরিশাল রুটে ২টি অতিরিক্ত ফ্লাইট আসা যাওয়া করবে। অতিরিক্ত ফ্লাইটগুলো ১৭ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলাচল করবে।
অতিরিক্ত ফ্লাইট ছাড়াও নির্ধারিত সূচি অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ছয়টি, যশোরে দুটি, কক্সবাজারে দুটি, সৈয়দপুরে দুটি, সিলেটে একটি, রাজশাহীতে একটি ও সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বরিশালে।
এছাড়াও, ঈদ উপলক্ষে ঢাকামুখী যাত্রীদের জন্য ভাড়ার ওপর দিচ্ছে বিশেষ ছাড়।এ সময় সব ধরনের প্রকার ট্যাক্স ও সারচার্জসহ রাজশাহী, বরিশাল, সৈয়দপুর ও যশোর থেকে ঢাকা ভ্রমণ করা যাবে সর্বনিম্ন ১৯৯৯ টাকায়।
হ্রাসকৃত বিমানভাড়ায় যাত্রীগণ ঢাকা অভিমুখে যাত্রা করতে পারবেন ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত ।
বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।