ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াচ্ছে নভোএয়ার
দেশের অন্যতম শীর্ষস্থানীর বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার আগামী ১লা আগষ্ট থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে । বর্তমানে সৈয়দপুর রুটে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের অন্যতম ব্যস্ত এই রুটে নতুন করে একটি ফ্লাইট বাড়ানোর ঘোষণা দেয় নভোএয়ার।
বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও ১০টা, বিকাল ৪টা এবং সন্ধ্যা ৬টায় সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৯টা ও সাড়ে ১১টা, বিকাল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। নতুন ফ্লাইটটি দুপুর ১টায় সৈয়দপুরের উদ্দেশ্যে এবং দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, কক্সবাজার রুটে ৫টি,যশোর রুটে ৫টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা,যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১,৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।
নভোএয়ার এ সংক্রান্তে বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ নম্বরে কল করতে অথবা তাদের ওয়েবসাইট flynovoair.com ভিজিটের আমন্ত্রণ জানিয়েছে।
নভোএয়ার এর বিস্তারিত ভাড়া তালিকা।