অস্বীকৃতি

HSIABD.COM হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েবসাইট নয়। তবে এই সাইটের সকল তথ্য বিভিন্ন নির্ভরযোগ্য উৎস যেমন বিমানবন্দরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, এয়ারলাইন্স, এজেন্সী, গণমাধ্যম, বিভিন্ন এয়ারলাইন্স ও সরকারী-বেসরকারী সংস্থার ওয়েবসাইট ইত্যাদি হতে সংগৃহীত বিধায় তথ্যের সঠিকতা মোটামুটি নিশ্চিত। HSIABD.COM এ প্রকাশিত সকল তথ্য জন সাধারণের সচেতনতা ও অবগতির জন্য এবং এসব তথ্য জনগণের উপকারে আসবে এ ধারণা থেকেই প্রকাশিত।

HSIABD.COM এ প্রকাশিত কোন কোন তথ্য সময়ে সময়ে পরিবর্তনশীল বিধায় সর্বশেষ হালনাগাদ তথ্য পেতে সংশ্লিষ্ট এয়ারলাইন কিংবা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল যোগাযোগ নম্বরে খোঁজ নেওয়া যেতে পারে।

HSIABD.COM এ প্রকাশিত সকল তথ্যের অনাকাঙ্খিত ও অবৈধ ব্যবহার এর কারণে সৃষ্ট পরিস্থিতির জন্য HSIABD.COM কর্তৃপক্ষ কোনক্রমেই দায়ী হবে না। এ সাইটে প্রচারিত তথ্যের ব্যবহারের ক্ষেত্রে এর ব্যবহারকারী পাঠকগণকে স্পর্শকাতর বিষয়গুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হওয়ার জন্য HSIABD.COM পরামর্শ দিচ্ছে। অন্যথায় সরল বিশ্বাসে প্রকাশিত তথ্যের সরাসরি ব্যবহারে কোন ব্যবহারকারী আর্থিক/সামাজিক/মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলে HSIABD.COM তার দায়ভার গ্রহণ করবে না।

Back to top button

Adblock Detected

Adblock Detected!! Please unblock to continue and support us.