শুল্কসর্বশেষ

স্বর্ণ আনায় শুল্ক কমালো কাস্টমস

বিদেশ হতে স্বর্ণ আনায় শুল্ক কমিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বিদেশ হতে বাংলাদেশে আসা যাত্রীদের আনা স্বর্ণের শুল্ক হার কমিয়ে নতুন হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন শুল্কহারের ঘোষণা এসেছে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণার মাধ্যমে। যাত্রীদের এ সুবিধা দিতে বিদ্যমান ব্যাগেজ রুলসে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।

পূর্বের ব্যাগেজ রুলস অনুযায়ী বিদেশ ফেরত প্রত্যেক যাত্রীর আনা প্রতি ভরি অর্থাৎ প্রতি ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের জন্য ৩,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হতো। সংশোধিত ব্যাগেজ শর্ত অনুযায়ী ১ জুলাই হতে (২০১৯-২০২০ অর্থ বছর) প্রতি ভরি অর্থাৎ ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের জন্য ২,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।

শুল্কের এ হার যাত্রীর আনা সর্বোচ্চ ২৩৪ গ্রাম পর্যন্ত স্বর্ণ বার এর উপর প্রযোজ্য হবে। বর্তমানে সর্বোচ্চ ২৩৪ গ্রাম পর্যন্ত সোনার বার শুল্ক পরিশোধ সাপেক্ষে আমদানির অনুমতি রয়েছে।

তবে স্বর্ণালঙ্কার এর উপর এ নতুন শুল্ক হার প্রযোজ্য হবে না। বিদ্যমান শর্ত অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার কোন প্রকার শুল্ক ছাড়াই দেশে আনতে পারেন। তবে এক্ষেত্রে একই ধরনের অলঙ্কার ১২টির বেশি হতে পারবে না।

বিমানবন্দরে অনেক প্রশ্নের উত্তর পেতে পড়ে নিতে পারেন কাস্টমস শুল্ক হার সংক্রান্ত এই লেখাটি

Related Articles

মন্তব্য করুন

Back to top button

Adblock Detected

Adblock Detected!! Please unblock to continue and support us.