শুল্ক

শাহজালাল বিমানবন্দরে শুল্কমুক্ত পণ্যের তালিকা

বিদেশ থেকে আসার সময় আমরা সবাই কম-বেশি বিদেশী জিনিসপত্র উপহার কিংবা নিত্য প্রয়োজনে নিয়ে আসি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ কোন কোন পণ্যের উপর শুল্ক বা কর ধার্য  করে, যা আগে থেকে জানা না থাকলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। অাপনার লাগেজে করে আনা কোন পণ্যের উপর কত টাকা শুল্ক পরিশোধযোগ্য তা নিশ্চয়ই ইতোমধ্যে জেনেছেন। বিদেশ থেকে আনা সব জিনিসেই যে শুল্ক বা কর দিতে হয়, তা নয়। এবার আমরা আপনাকে কিছুটা স্বস্তি দিতে শুল্কমুক্ত পণ্যের তালিকা অর্থাৎ যে সকল পণ্যের উপর কোনরকম শুল্ক দিতে হয় না, তার একটা তালিকা এখানে তুলে ধরবো।

কাস্টমস বিধি ৩(৫), ৩(৭), এবং ১০ অনুসারে যাত্রীর ব্যাগেজে ব্যক্তি পর্যায়ে আনা নিম্নোক্ত পণ্যগুলি কাস্টমস শুল্ক ও কর মুক্ত পণ্য হিসাবে বিবেচিত। (তবে বাণিজ্যিক পরিমাণে আনা হলে তার জন্য শুল্ক ও কর পরিশোধ করতে হবে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।)

ক. ক্যাসেট প্লেয়ার/টু-ইন-ওয়ান

খ. ডিস্কম্যান/ওয়াকম্যান (অডিও)

গ. বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার

ঘ. ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার (প্রিন্টার ও ইউপিএসসহ)

ঙ. কম্পিউটার স্ক্যানার

চ. কম্পিউটার প্রিন্টার

ছ. ফ্যাক্স মেশিন

জ. ভিডিও ক্যামের (হাই ডেফিনিশন ক্যামেরা, ডিভি ক্যাম, বেটা ক্যাম এবং প্রফেশনাল ক্যামেরা)

ঝ. স্থিরচিত্র ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা

ঞ. সাধারণ/ইলেকট্রিক ওভেন/মাইক্রোওয়েভ ওভেন

ট. রাইস কুকার/প্রেশার কুকার

ঠ. টোস্টার/স্যান্ডউইচ মেকার (ইলেকট্রিক্যাল)/ব্লেন্ডার/ফুড প্রসেসর/জুসার/কফি মেকার

ড. সাধারণ এবং ইলেকট্রিক টাইপ-রাইটার

ঢ. গৃহে ব্যবহার্য সেলাই মেশিন (ম্যানুয়াল/ইলেকট্রিক)

ণ. টেবিল/পেডেস্টাল ফ্যান

প. খেলাধুলার সামগ্রী (ব্যক্তিগত কাজে ব্যবহার্য)

ফ. ১০০ গ্রাম স্বর্ণ নির্মিত অলঙ্কার বা ২০০ গ্রাম রৌপ্য নির্মিত অলঙ্কার (একই আইটেম ১২ টির বেশি নয়)

ব. ১ (এক) কার্টন সিগারেট (২০০ শলাকা)

ভ. ২৯ (ঊনত্রিশ) ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, টিএফটি, এলইডি টেলিভিশন এবং ২৯ ইঞ্চি পর্যন্ত (সিআরটি-ক্যাথোড রে টিউব) সাদা-কালো অথবা রঙিন টিভি

ম. ভিসিআর/ভিসিপি

ত. ২ (দুই) স্পীকার বিশিষ্ট সাধারণ সিডি প্লেয়ার (মিউজিক সেন্টার)

থ. ৪ (চার) স্পীকার বিশিষ্ট (মিউজিক সেন্টার) সিডি/ডিভিডি/এলডি/এমডি/ব্লু-রে ডিস্ক প্লেয়ার

দ. ১৯ (ঊনিশ) ইঞ্চি পর্যন্তএলসিডি কম্পিউটার মনিটর (টিভি ফাংশন থাকুক বা না থাকুক)

ধ. দুইটি মোবাইল/সেলুলার ফোন সেট

উল্লেখ্য, কাস্টমস কর্তৃপক্ষ প্রতিবছর জুন মাসের প্রথম সপ্তাহে এ তালিকার সংশোধন/সংযোজন করতে পারে।


আরো পড়ুনঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ পণ্যের কাস্টমস শুল্ক তালিকা


মন্তব্য করুন

Back to top button

Adblock Detected

Adblock Detected!! Please unblock to continue and support us.