Featuredএয়ারলাইন্স তথ্যসর্বশেষ

বাংলাদেশ থেকে আবারো শুরু হলো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আবারো শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। সীমিত আকারে হলেও প্রায় আড়াই মাস পর ঢাকা থেকে লন্ডন এবং দোহায় বিমান চলাচল শুরু হওয়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতিমধ্যে কাতার এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান কে এ সকল রুটে বিমান চলাচলের প্রয়োজনীয় অনুমতি দিয়েছে।

আজ মঙ্গলবার থেকে কাতার এয়ারলাইন্সের ঢাকা হতে দোহাগামী যাত্রী ফ্লাইট চলাচল শুরু হবে। গতকাল রাতেই কাতার এয়ারলাইন্স এর দোহা হতে ঢাকা গামী বিমান অবতরণ করেছে। তবে কাতার এয়ারওয়েজ আজ থেকে শুরু করলেও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইট চলাচল শুরু করবে ২১ জুন থেকে।

শুরুতে কাতার এয়ারওয়েজ প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে ঢাকা-দোহা রুটে, তবে কাতার এয়ারওয়েজের এ সকল ফ্লাইট এর সুবিধা ভোগ করতে পারবেন কেবলমাত্র ট্রানজিট যাত্রীরা। 

অপরদিকে ২১ জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পুনরায় চালু হতে যাওয়া ঢাকা টু লন্ডন রুটে যাওয়া প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করবে যাত্রীদের জন্য।

কোভিড-১৯ মহামারীর কারণে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ শুধুমাত্র চীন বাদে সকল আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় গত ২১ মার্চ থেকে। এরপর বিভিন্ন সময়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর বিষয় বিবেচনায় এই ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে চলাচল কর্তৃপক্ষ।

ইতিমধ্যে বিমান চলাচল শুরু করার ক্ষেত্রে বিমানবন্দর গুলোকে প্রস্তুত রাখার সহ এয়ারলাইন্স ও বিমানবন্দর গুলোর প্রতি অবশ্য পালনীয় নির্দেশাবলী পাঠিয়েছে বেবিচক।

 

Related Articles

মন্তব্য করুন

Back to top button

Adblock Detected

Adblock Detected!! Please unblock to continue and support us.